শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পদক্ষেপের পর গতকালের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সেই  সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। 

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৮.১৪ পয়েন্টে। 

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৬১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৮৮ কোটি ১৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিলো ৭৭৩ কোটি ১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪৭টির এবং ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ সিএসইতে ২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102