বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

রাশিয়ায় তেল-গ্যাসে নিষেধাজ্ঞার বিল মার্কিন কংগ্রেসে পাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের কারণে ধাপে ধাপে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি শুরু হয়েছিল আগেই। বুধবার সে পথে আরও এগোলো জো বাইডেনের সরকার।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস-এ পাশ হওয়া বিলে রাশিয়া থেকে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানির উপর নিষেধাজ্ঞা জারির ছাড়পত্র দেয়া হয়েছে। প্রস্তাবের পক্ষে পড়েছে ৪১৪টি ভোট; বিপক্ষে ১৭টি।

মার্কিন আইনসভায় এ বিল পাসের ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোকে নিয়ে রাশিয়া থেকে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানির উপর সার্বিক নিষেধাজ্ঞা জারির পথে হাঁটতে পারবে বাইডেন সরকার।

রাশিয়ার তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর জার্মানি, ফ্রান্সের মতো পশ্চিম ইউরোপের দেশগুলো অনেকাংশে নির্ভরশীল। এ পরিস্থিতিতে মার্কিন নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেতিবাচক প্রভাব ফেলতে পারে ওই দেশগুলোর অর্থনীতিতে।

গত সপ্তাহে মস্কোর তরফে দাবি করা হয়েছিল, রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস নেয়া বন্ধ করলে বিকল্প ব্যবস্থা করতে ইউরোপের এক বছরেরও বেশি সময় লেগে যাবে। সূত্র: আনন্দবাজার অনলাইন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102