শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

ইউক্রেনে কোনোদিনই পুতিনের জয় হবে না: বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে কোনোদিনই পুতিনের জয় হবে না।

ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার পর রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো শুরু করেছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলো। কিন্তু তাতে পুতিনের আগ্রাসন ঠেকানো যায়নি। 

শুধু সরকারই নয়, কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস, লিভাইজ, নেটফ্লিক্স-সহ পশ্চিমের বিভিন্ন বহুজাতিক কোম্পানিও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগ ছিন্ন করেছে। 

এবার লাগাতার নিষেধাজ্ঞার তালিকায় নতুন সংযোজন, রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানি বন্ধ। 

স্থানীয় সময় বুধবার হোয়াইট হাইস থেকে এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

এদিন বাইডেন নিষেধাজ্ঞার ঘোষণার পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেছেন। 

তিনি বলেন, ‘পুতিন কোনও একটি শহর দখল করতেই পারেন, কিন্তু পুরো ইউক্রেনে কোনোদিনই প্রভাব বিস্তার করতে পারবেন না। কারণ, ইউক্রেনে স্বাধীনচেতাদের বাস। আর এ আগ্রাসনের কী বিপুল মূল্য যে পুতিনকে চোকাতে হবে, তা তারা ভাবতেও পারছেন না।’

জাতিসংঘ জানিয়েছে, এই মুহূর্তে অন্তত ২০ লাখ ইউক্রেনবাসী দেশ ছেড়েছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখেনি ইউরোপ। 

এ প্রসঙ্গেও মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আগামী প্রজন্ম ইতিহাস পড়ে জানতে পারবে, ইউক্রেনের মতো একটা ছোট দেশ, রাশিয়াকে কতটা দুর্বল আর বাকি পৃথিবীকে কতটা সক্ষম করে দিয়েছিল।’ 

ইউক্রেনের জনগণের পাশে যুক্তরাষ্ট্র আছে বলেও এ সময় জানান বাইডেন। সূত্র: আনন্দবাজার অনলাইন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102