মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

নবীগঞ্জে অগ্নিকান্ডে গৃহহীন ৪ পরিবার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ সংবাদদাতাঃ হবিগন্জ জেলার নবীগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের গোয়ালঘরসহ চারটি ঘর। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি পুড়ে যাওয়ায় চারটি পরিবারের স্থান হয়েছে এখন খোলা আকাশের নীচে। এমন ঘটনা ঘটেছে নবীগন্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামে।

অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গত বুধবার রাতে আগুন লাগে গোপলা নদীর তীরে অবস্থিত মোঃ নুর মিয়ার গোয়ালঘরে সেখান থেকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে নুর মিয়া, রুজিনা বেগম, দুদু মিয়া ও আলতা মিয়ার ঘর পুড়ে যায়। তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানায় ক্ষতিগ্রস্থ ৪ পরিবার। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী সুহেল আহমদ জানান, রাতে দুদু মিয়ার বাড়িতে চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখেন বাড়িতে আগুনে লেগেছে। আগুনের লেলিহান শিখা চারিদিকে জ্বলছে। তাৎক্ষণিক পানির পাম্পের ব্যবস্থা করে বিজনা নদী থেকে পাম্পের মাধ্যমে পানি দিয়ে প্রায় ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমদ বলেন-বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে অবগত হয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102