অর্থনৈতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলার নেতিবাচক প্রভাব কাটিয়ে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বড় উত্থানে ফিরেছে পুঁজিবাজারে। এদিন সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দরও বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৩৯.৪৪ পয়েন্টে।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৭৩০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৮৬ কোটি ২৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯১৬ কোটি ২৮ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩১৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৬টির এবং ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক (এক্সচেঞ্জ) সিএসইতে আজ ২৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।