অর্থনৈতিক ডেস্ক: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ৯৮৭ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ২৯৫ টাকার লেনদেন হয়েছে।
আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৯৬৭ কোটি ১২ লাখ ৯৭ হাজার ৮৪৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন এক হাজার ৯৭৯ কোটি ২৩ লাখ ৭২ হাজার ৫৫০ টাকা বা ৩৩ দশমিক ১৭ শতাংশ কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫১.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৩৯.৪৪ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৩টির বা ১৮.৮৬ শতাংশের, কমেছে ২৯৭টির বা ৭৬.৭৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির বা ৪.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর।