বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ওমিক্রনে আরো ১৫০০ ফ্লাইট বাতিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বজুড়ে আরও দেড়হাজার ফ্লাইট বাতিল হয়েছে। বড়দিনের উৎসবের মধ্যে রোববারের ফ্লাইট বাতিলে ভোগান্তিতে পড়েছেন বহু পর্যটক।( সুত্র বিবিসি)

গত কয়েকদিনে এ নিয়ে ৫ হাজার ৯০০ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।  

চীন ও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ফ্লাইট বাতিল করা হয়েছে।  আগামীকাল আরও ফ্লাইট বাতিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কিত কর্মী সঙ্কটের কারণে বিমান কোম্পানিগুলো এসব ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছে। বহু ক্রু, বিমানবালা করোনা পজিটিভ হয়েছেন তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে এখন পর্যন্ত ওমিক্রনকে অতি সংক্রামক হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। যারা সংক্রমিত হয়েছেন তাদের হাল্কা কাশি ও জ্বরের উপসর্গ দেখা গেছে।

ফ্লাইট অ্যাওয়ার নামের একটি সংস্থার মতে, রোববার শুধু যুক্তরাষ্ট্রেই ৪ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। একইদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের অর্ধশত বাতিল করেছে সংশ্লিষ্টরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102