শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :

রওশন এরশাদের জন্য দোয়া চাইলেন বিদিশা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের জন্য দোয়া চেয়েছেন। 

তিনি বলেন, মহান আল্লাহর কাছে আমরা সবাই তার আশু রোগমুক্তির জন্য দোয়া করি। রওশন এরশাদ এখন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন।    

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতার গৌরবোজ্জ্বল সুবর্ণজয়ন্তীতে বিজয়ের ৫০ বছর উদযাপন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় ইসলামী মহাজোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদিশা এরশাদ বলেন, ভবিষ্যতে আমার নেতৃত্বে পুনর্গঠিত জাতীয় পার্টি মরহুম এরশাদের দেখানো পথেই হাঁটবে। আপনাদের সবাইকে নিয়ে গণতন্ত্র এবং ধর্মীয় আদর্শে বিশ্বাসী মরহুম এরশাদের মূল ধারার জাতীয় পার্টি হিসেবে দেশ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে। আজ খুব দুঃখ হয় যখন দেখি কিংবা শুনি মরহুম এরশাদের জাতীয় পার্টিতে ভেদাভেদ এবং ব্যক্তিস্বার্থে দলীয়স্বার্থ জলাঞ্জলি দেয়া ছাড়াও নানা ধরনের অপতৎপরতা।

দল পুনর্গঠনের এই ক্রান্তিলগ্নে এরশাদের নীতি-আদর্শে বিশ্বাসী সব পর্যায়ের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীর পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় ইসলামী আদর্শে বিশ্বাসী সব ইসলামী অঙ্গসংগঠনসহ জাতীয় ইসলামী মহাজোটের ছায়াতলে তার হাতকে শক্তিশালী ও সুসংহত করার আহ্বান জানান তিনি।

আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর কথা উল্লেখ করে বিদিশা বলেন, আমি আপনাদের দোয়া চাই। দোয়া করবেন যেন নতুন বছরে আপনাদের সবাইকে নিয়ে দেশের উন্নয়নে সরকার ও জনগণের পাশে থাকতে পারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, যাদের আত্মত্যাগে এদেশ, তাদের ছেলেদের চাকরির সুব্যবস্থা যেন করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যেন ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা দেয়া হয়। আপনার বাবা বীরাঙ্গনাদের দায়িত্ব নিয়েছিলেন। আপনি বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধা সন্তানদের দায়িত্ব নিন।

জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদসহ ইসলামী মহাজোটের নেতারা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102