রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

মৌলভীবাজার জেলা প্রশাসক ও মেয়র এর উদ্যোগে ২৫০ শয্যা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:করোনার দ্বিতীয় ধাপে ভয়াবহ বিস্তার রোধে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার হাসপাতালে ছোট বড় ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন জেলা প্রশাসক ও পৌর মেয়র।অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস- উল ইসলামের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পৌর মেয়র ফজলুর রহমানের মাধ্যমে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী পালের কাছে এই সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। মৌলভীবাজারের স্বনাম ধন্য পরিবারের সন্তান অগ্রনী ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালকের সার্বিক সহযোগিতায় ছোট বড় ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলো আবুল খায়ের গ্রুপ। এসময় জেলা প্রশাসক ও মেয়র বলেন, করোনার দ্বিতীয় ধাপে করোনা আক্রান্ত রোগী ছাড়াও যেসব রোগী শ্বাসকষ্টে ভূগছেন সেসব রোগীদের জন্য এই গ্যাস সিলিন্ডারগুলো অনেক কাজে লাগবে। তাই যারা এই মহতী উদ্যোগের সাথে জড়িত রয়েছেন তাঁদের ধন্যবাদ জানাই।উল্লেখ্য, করোনার শুরুতে গত বছরও তিনি ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার হাসাপাতালে ৩৫টি গ্যাস সিলিন্ডার প্রদান করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102