

স্টাফ রিপোর্টার:মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করছেন একজন জেলা প্রশাসক।রাতের আঁধারে বাড়িতে বাড়িতে ঘুরে করোনা আক্রান্ত পরিবার এবং ছিন্নমূল মানুষের কাছে প্রধানমন্ত্রীর উপহার’ পৌঁছে দিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
রোববার (২৫ এপ্রিল) রাতে মৌলভীবাজার সদর উপজেলায় করোনা আক্রান্ত বিভিন্ন পরিবারের কাছে এ ত্রাণ পৌঁছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।