রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

করোনায় মারা গেলেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান খান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:করোনাক্রান্ত সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান খান আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। শনিবার রাত ১০টায় রাজধানীর তেজগাঁও ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত বৃহস্পতিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে এবং শনিবার রাতে হার্ট অ্যাটাক করে তিনি ইন্তেকাল করেন বলে তার চাচাতো ভাই ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুর রহমান খান ফরহাদ জানান।

তিনি বলেন, গত বুধবার শ্বাসকষ্টসহ নানা রোগ নিয়ে ঢাকার ইম্পালস হাসপাতালে ভর্তি হন। এরপর বৃহস্পতিবার করোনা পজেটিভ রির্পোট আসে।ব্যারিস্টার জিয়াউর রহমান খান বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১, ১৯৯৬ সালে দুইবার ও ২০০১ সালে ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি ধামরাই উপজেলার বালিয়া গ্রামে। তিনি ঢাকার ধানমন্ডিতে থাকতেন। ব্যারিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা-২০ আসনের আওয়ামী লীগের এমপি বেনজির আহমেদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102