রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন: ভিডিও সহ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বনে আগুন লেগেছে। শনিবার দুপুর ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিড বাংলাদেশ’-এর কার্যালয়ের পেছনের (বাঘমারা বন ক্যাম্পে) বনে এই আগুন লাগে।দুপুর ৩টা পর্যন্ত আগুন জ্বলতে থাকার খবর পাওয়া গেছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আগুনে বন এলাকার ছোট-বড় গুল্ম ও গাছ পুড়ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে না এলে তা লাউয়াছড়ার জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।স্থানীয় লোকজনের অভিযোগ, এখানে কিছু অবৈধ দখলদার আছেন। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড খরতাপের সুযোগ কাজে লাগিয়ে এসব অবৈধ দখলদাররা আগুন লাগিয়েছেন। দেড় বছর আগেও এই বনে আগুন লেগেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন বনবিভাগের কিছু শ্রমিক। দুপুর ১টার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে বনের ভেতরে রাস্তা না থাকায় ভেতরে ঢুকতে পারছে না। একই সাথে পানির স্বল্পতাও রয়েছে।লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে দেখছি কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে।

এ বিষয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, ফায়ার সার্ভিস ও বনকর্মীরা বনের আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে প্রাথমিকভাবে মনে করা যাচ্ছে, শ্রমিকদের সিগারেটের আগুন থেকে আগুন লেগেছে বা কেউ ইচ্ছাকৃতভাবেও আগুন লাগাতে পারেন।তিনি আরো জানান, এক একর জায়গার লতা-পাতা ও ছোট ছোট গাছগাছালি জ্বললেও বড় গাছগুলো জ্বলেনি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করতে বন বিভাগ তদন্ত করছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102