

স্টাফ রিপোর্টার: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাজনীতি আমি বিশ্বাস করি। আমার ক্ষুদ্র বুদ্ধিতে রাজনীতি হচ্ছে চর্চার বিষয়। ছাত্রের যেমন অধ্যায়ন একটি চর্চা তেমনি রাজনীতির জন্য রাজনীতির চর্চার দরকার। বই পড়ে পরীক্ষায় পাশ করে পলিট্রিক্যাল সাইন্স পড়িয়ে এটি পড়ানো যায়। কিন্তু মাঠে কাজ করানোর জন্য দরকার কান্ডজ্ঞান এবং সাহস। এখন সেই চর্চা নেই।
ইউনিয়ন পরিষদ নিবাচন নিয়ে বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, নির্বাচনে আছেন এবং নাই এটা কোন ধরণের কথা । এভাবে দুই ধরণের কথা যদি বলেন তাহলে সমস্যা আছে । সমস্যা আগে ঠিক করেন তাহলে বড় রাজনীতিবিদ হতে পাড়বেন।

শুক্রবার দুপুরে মৌলভীবাজার শহরস্থ শান্তিবাগ এলাকায় মনু নদীর পাড়ে ওয়াকওয়ে, রাস্তা নির্মাণ ও সৌন্দর্য্যবর্ধন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহীদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বাবু সুব্রত পুরকায়স্থসহ অনেকেই।

এ সময় মন্ত্রী আরো বলেন, রাজনীতির চর্চার প্রধানতম চর্চা নির্বাচনে অংশ করা এর কোন বিকল্প আমার মাথায় আসেনা। সুতরাং আমরা যারা রাজনীতি করি আমাদের রাজনীতিতে আসতে হবে নির্বাচনে আসতে হবে। নির্বাচনের বিকল্প পৃথিবীর কোন কিছু আবিষ্কার করতে পাড়েনি।

এর বিকল্প এক মাত্র ছিল বন্দুক দিয়ে ক্ষমতায় আসা। দুই জন বন্দুক দিয়ে ক্ষমতা দখল করে ২০টি বছর আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছেন। আপনারা তাদের চিনেন।