সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে মহিমান্বিত ও অলৌকিক রাত শবে মেরাজ শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক

বাবা-মাকে বেশি বেশি স্মরণ করবেন যেভাবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৫৩৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বাবা আছে তো মা নেই। মা আছে তো বাবা নেই। কারো কারো বাবা-মা কেউই বেঁচে নেই। আবার এমন অনেকেই আছেন যাদের বাবা-মা উভয়েই বেঁচে আছেন। সুতরাং চাই বাবা-মা জীবিত থাকুক কিংবা মারা যাক; উভয়ের জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহর নির্দেশ এবং সন্তানের জন্য একান্ত আবশ্যক কর্তব্য। কিন্তু কীভাবে এ দোয়া করবেন সন্তানরা? দোয়া করা সম্পর্কে মহান আল্লাহ কী বলেছেন?

বাবা-মার জন্য এ দোয়াটি বেশি বেশি করা-

رَّبِّ ارۡحَمۡهُمَا کَمَا رَبَّیٰنِیۡ صَغِیۡرًا

উচ্চারণ : ‘রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’

অর্থ : ‘হে আমার রব! তাদের উভয়ের (বাবা-মা) প্রতি দয়া করুন; যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ২৪)

তাহলে মহান আল্লাহ তাআলা বাবা-মাকে নিয়ে কী নির্দেশ দিয়েছেন। কোরআনের সে নির্দেশনাটি হুবহু তুলে ধরা হলো-

وَ قَضٰی رَبُّکَ اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّاۤ اِیَّاهُ وَ بِالۡوَالِدَیۡنِ اِحۡسَانًا ؕ اِمَّا یَبۡلُغَنَّ عِنۡدَکَ الۡکِبَرَ اَحَدُهُمَاۤ اَوۡ کِلٰهُمَا فَلَا تَقُلۡ لَّهُمَاۤ اُفٍّ وَّ لَا تَنۡهَرۡهُمَا وَ قُلۡ لَّهُمَا قَوۡلًا کَرِیۡمًا

‘তোমার প্রভু নির্দেশ দিয়েছেন যেতোমরা তিনি ছাড়া অন্য কারো উপাসনা করবে না এবং মা-বাবার প্রতি ভালো ব্যবহার করবেতাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্য হলে তাদেরকে (বিরক্তিসূচক শব্দ) ‘উঃ’ কিংবা ‘উফ্’ শব্দ বলো না এবং তাদেরকে ভৎর্সনা (গালাগাল) করো নাবরং তাদের সঙ্গে সম্মানসূচক নম্র ভাষায় কথা বলো।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ২৩)

পরবর্তী আয়াতে তাদের উভয়ের জন্য দোয়া করার নির্দেশ ও দোয়ার ভাষা সুস্পষ্টভাবে মহান আল্লাহ এভাবে তুলে ধরেছেন-

وَ اخۡفِضۡ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحۡمَۃِ وَ قُل

‘অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত থেকো এবং (তাদের উদ্দেশ্যে) বলো-

رَّبِّ ارۡحَمۡهُمَا کَمَا رَبَّیٰنِیۡ صَغِیۡرًا

হে আমার প্রতিপালক! তাদের উভয়ের প্রতি দয়া করযেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ২৪)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, মহান আল্লাহর নির্দেশ মেনে চলা। বাবা-মার জন্য বেশি বেশি দোয়া করা। তাদের প্রতি বিরক্তি প্রকাশ না করা। তারা কষ্ট পায় এমন কোনো কথা ও কাজ না করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বাবা-মা উভয়ের জন্য বেশি বেশি দোয়া করার তাওফিক দান করুন। তাদের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। তাদের ভালোবাসা পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102