শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

করোনায় আজ ৩০ জনের মৃত্যু, ২৮০৯ জন আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭১০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে। সোমবার (২২ মার্চ) বিকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৫৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ১৫৯ জন। ওই ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ২৫ হাজার ১১১ জনের।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একদিনে ২৫ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগে রোববার দেশে আরও ২ হাজার ১৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া সেদিন আক্রান্তদের মধ্যে মারা যান ২২ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউকেবিডি/শা/ঢাকা

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102