রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

আবারও এক ব্যক্তির পূজা শুরু হয়েছে: মির্জা ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৭০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ‌‌‌‌‌বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আবারও এক নেতার পূজা শুরু হয়েছে। বাকশাল কায়েমের আগে যেমন এক ব্যক্তির পূজা চলছিল, তেমনি আজকে আবার সেই একই ভাবে এক ব্যক্তির পূজা শুরু হয়েছে। মঙ্গলবার পত্র-পত্রিকাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে, কিভাবে সমস্ত গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীতে কোনো ফ্যাসিবাদী শাসক টিকে থাকতে পারে নাই। জনতার উত্তাল রোষের মধ্য দিয়ে তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। এই সরকারকেও পরাজয় বরণ করতে হবে।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে করোনা ও ডেঙ্গু হেলপ সেন্টারের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সরকারের এজেন্সিগুলো আমাদের ঐক্যে বিভক্তি সৃষ্টিতে সক্রিয়: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন ঘরে ঘরে গিয়ে পুলিশি আক্রমণ চলছে, তল্লাশি চলছে। কেন, কারণ কী? কারণ, বিএনপি জেগে উঠছে। এই যে নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। আর সেই জন্যেই সরকারের হূদকম্প শুরু হয়েছে। তারা ভয় পাচ্ছে, কাঁপছে।

তিনি বলেন, এখনো সময় আছে, আপনারা দেওয়ালের লিখনগুলো পড়ুন, মানুষের চোখের ভাষা দেখুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করেন। এখনো সময় আছে, ভোট চুরি করে যে অপরাধ করেছেন সেটা থেকে যদি রক্ষা পেতে চান, অবিলম্বে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102