রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :

উমরপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন


ওসমানীনগর সংবাদদাতা : বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনকে ঘিরে সিলেটের ওসমানীনগরে শহীদ পরিবারের সন্তান উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জিলু মিয়ার আয়োজনে অনুষ্টিত হয়েছে আলোচনা সভা ও দোয়া,কেককাটা অনুষ্ঠান। বুধবার সন্ধ্যায় উমরপুর এ অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দবীর আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ ছইল মিয়া, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আমীন উদ্দিনের পুত্র মো: জিলু মিয়া। ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাওছার আহমদের পরিচালনায় বক্তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার অব্যাহত পরিশ্রমের ফলে বাংলাদেশ এখন সারা বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছে উন্নয়নের রোল মডেল হিসাবে। সঠিক নেতৃত্ব ও কর্মদক্ষতায় দেশের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি বাস্থবায়িত হয়েছে বঙ্গবন্ধুর সোনার বাংলা।শেখ হাসিনার অব্যাহত উন্নয়নের অগ্রগতির ফলে বাংলাদেশ পরিণত হচ্ছে সমৃদ্ধির,উন্নত ও শান্তির দেশে হিসাবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান চৌধুরী,আওয়ামীলীগ নেতা নুর হোসেন মেম্বার,নেছাওর আলী,ছালিক মিয়া,খলিল মিয়া,আবুল হোসেন, আব্দুল আজিজ,আব্দুল হান্নান,বানু বাবু,দিলিপ দে,উমরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুমন আহমদ, উপজেলা যুবলীগের সদস্য সালেহ আহমদ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অনুষ্টানের আয়োজক জিলু মিয়া বলেন,আওয়ামীলীগ করার অপরাধে আমাদের পরিবারকে অনেক নির্যাতনের খড়গ সহ্য করতে হয়েছে। এরপরও পিছপা হইনি। বঙ্গবন্ধুর আদর্শে লালিত থেকে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করার ফলসরুপ ইউনিয়নের সুশিল সমাজের আহবানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছি। জাতীর জনকের তনয়া শেখ হাসিনার সুদৃষ্টি পেলে শহীদ পরিবারের সন্তান হিসেবে এলাকার অব্যাহত উন্নয়ন আরও দৃঢ করব। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ তাঁদের পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে অনুষ্টিত হয় বিশেষ মোনাজাত। অনুষ্ঠানে উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102