রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

নেতাকর্মীরা আন্দোলনের প্রস্তুতি নিতে হবে: গয়েশ্বর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে ‘নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নিন। আঁচল ধরার টানটা দিয়ে শুরু করেন। সরকার পতনের জন্য এক দফার জন্য প্রস্তুত। ঐক্যবদ্ধভাবে শক্তি-সামর্থ্য-জনগণকে এক জায়গা করুন। গায়ের শক্তি না থাকুক, মনের শক্তি থাকতে হবে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনারা পাস্পরিক দ্বিধা-দ্বন্দ্ব ও পছন্দ-অপছন্দ ভুলে যান। একটাই অপছন্দ শেখ হাসিনা, একটাই অপছন্দ শেখ হাসিনার সরকার। আর কোনো পছন্দ আমাদের সামনে নেই এখন। আর কোনো নেতার দিকে আঙ্গুল তুলেন না। যে পারে করুক, যে পারে না, না করুক। আপনি পারেন আপনি করুন। তিনি বলেন, নির্বাচন নামের শব্দ নিয়ে আমার মনে হয় আলোচনা না করা ভালো। এখন প্রয়োজন একটাই, একদফা এক দাবি হাসিনা তুই কবে যাবি। আমাদের দরকার হাসিনা সরকারের পতন। এটার মধ্যে অন্য কোনো মসল্লা না লাগানো ভালো। 

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, দেশে এতো সমস্যা, সব সমস্যা নিয়ে কথা না বলে যেই সমস্যা সমাধানের যে অন্তরায় তাকে যদি আমরা পদত্যাগ করাতে পারি, তাকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরাতে পারি তাহলে জনগণই সকল সমস্যা সমাধানের পথ তৈরি করবে। সুতরাং আমাদের সকল চিন্তা-চেতনা-সামর্থ্য একত্রিত করে আমরা একদফায় থাকি। অন্য কোনো দাবি, অন্য কোনো দফা নয়।

আয়োজক সংগঠনের সভাপতি জনি হোসেন সরকারের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব প্রমূখ বক্তব্য রাখেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102