শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জো বাইডেনের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি সার্বভৌম এবং গণতান্ত্রিক ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই সর্বোত্তম উপায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই মধ্যপ্রাচ্যের সব মানুষের জন্য বৃহত্তর শান্তি ও নিরাপত্তার ভবিষ্যৎ খুঁজতে হবে।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার প্রশ্নাতীত এবং একটি স্বাধীন ইহুদি রাষ্ট্রের প্রতি আমাদের সমর্থন দ্ব্যর্থহীন।’

বাইডেন আরও বলেন, ‘আমার বিশ্বাস, শান্তিতে বসবাস করতে একটি কার্যকর, সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি একটি ইহুদি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎ নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানই সর্বোত্তম উপায় হতে পারে। এই মুহূর্তে আমরা সেই লক্ষ্য থেকে অনেক দূরে। তবে আমাদের কখনোই সে সম্ভাবনা বাদ দেওয়া উচিত নয়।’

জাতিসংঘে দেওয়া এই ভাষণে চীনের নাম না নিয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, স্বৈরতন্ত্রের কাছে গণতন্ত্র পরাজিত হবে না। ভবিষ্যৎ তাদেরই হবে, যারা মানুষকে মুক্ত শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়; যারা মানুষকে দমিয়ে রাখে এবং দম বন্ধ করে দেয়, তাদের ভবিষ্যৎ সুখকর নয়।

বাইডেন আরও বলেন, ‘আমাদের সবাইকে জাতিগত, ক্ষুদ্র জাতিসত্তা বা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের নিন্দা জানাতে হবে। তা জিনজিয়াং বা উত্তর ইথিওপিয়া বা বিশ্বের যেখানেই হোক না কেন।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অতীতের যুদ্ধগুলো চালিয়ে যাওয়ার পরিবর্তে আমরা বৈশ্বিক মহামারি, জলবায়ু পরিবর্তন এবং সাইবার নিরাপত্তা হুমকির মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় নজর দেব।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102