শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

শেখ হাসিনার সঙ্গে বার্বাডোজ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার অবস্থানস্থল লোটে নিউইয়র্ক প্যালেসে সাক্ষাৎ করেন মিয়া আমোর মোটলি।

সাক্ষাতে তারা অ্যান্টিমাইক্রোবাইয়াল রেজিস্ট্যান্সসহ (এএমআর) নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে এক ব্রিফিংয়ে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এএমআর বিষয়ে গত ৬ বছর যাবৎ সরব। আর দুই প্রধানমন্ত্রীই ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ’র সহ-সভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন।

এসময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ পর্ব শেষে বঙ্গবন্ধুর আত্মকথা ‘অসমাপ্ত আত্মজীবনী’র কপি বার্বাডোজের প্রধানমন্ত্রীকে উপহার দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102