

মোঃশাকিল আহমেদ নাটোর: নাটোরে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ইউনিটির নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার(১২ই মার্চ)নাটোর জেলার সিংড়া উপজেলার ৩নং ইটালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বনকুড়ি বাজারে জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি ও বিডি স্টার টিভি’র নাটোর জেলা প্রতিনিধি মোঃ বেল্লাল হোসেন বাবু’ র সভাপতিত্বে এবং বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ইউনিটির নাটোর জেলা কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন সাহার সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নং ইটালি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব জনাব,মোঃ আরিফুল ইসলাম আরিফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন(১) ইটালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব,মোঃ মতিউর রহমান রাজা।(২) ইটালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলাল হোসেন খান।এছাড়াও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ইউনিটির রাজশাহী বিভাগ ও নাটোর জেলা কমিটির সকল সদস্যগন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,গত পহেলা মার্চ ২০২১ ইং তারিখ সকালে দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি ও বিডি স্টার টিভি’র নাটোর জেলা প্রতিনিধি মোঃ বেল্লাল হোসেন বাবু আহ্বায়ক হয়ে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ইউনিটির রাজশাহী বিভাগীয় চেয়ারম্যান বরাবর ২২ জন সাংবাদিকদ্বয়ের নামের তালিকা দিয়ে নাটোর জেলা কমিটি গঠন করার লক্ষে একটি দরখাস্ত আহব্বান করেন।২রা মার্চ উক্ত দরখাস্তটি নিরপেক্ষ ভাবে যাচাই বাছাই করে ১৫ জন সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করে নাটোর জেলার অস্থায়ী কার্যালয় সিংড়া উপজেলার বনকুড়ি বাজারের একটি অফিসে সকল সদস্যের নাম ঘোষণা করেন রাজশাহী বিভাগীয় কমিটির কর্মকর্তা।

ঘোষণা কৃত নাটোর জেলা কমিটির সদস্য গনের নাম ও পদবী গুলো নিম্নে দেওয়া হলো১,মোঃ মেহেরুল ইসলাম-সভাপতি২,মোঃমোসলেম উদ্দিন সহ-সভাপতি৩,মোঃআসাদুজ্জামান সহ-সভাপতি৪,নিহার রঞ্জন সাহা সাধারণ সম্পাদক৫, মোঃফারুক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক৬, মোঃ মনজুরুল হক সুজন যুগ্ম সাধারণ সম্পাদক৭,মোঃ নুরুন্নবী সাংগঠনিক সম্পাদক৮,মোঃ মিঠুন ইসলাম যুগ্ম সাংগঠনিক সম্পাদক৯, মোঃ শাকিল হোসেন,সাংগঠনিক সম্পাদক১০, শাকিল আহম্মেদ তথ্য ও গবেষণা সম্পাদক১১, মোঃ সিহাব উদ্দিন অর্থ সম্পাদক১২,মোঃ শাহ আলম প্রচার সম্পাদক১৩, মোঃবেল্লাল হোসেন বাবু, দপ্তর সম্পাদক১৪, মোঃ লিটন আহমেদ সাধারণ সদস্য১৫, আঃসামাদ সাধারণ সদস্যউক্ত কমিটির সকল সদস্য গনের সদস্য ফরম বায়োডাটা ও ছবি নিয়ে একটি সু সম্পন্ন কমিটির খড়সা করে অনুমোদনের জন্য বিভাগ ও কেন্দ্রীয় কমিটির নিকট হস্তান্তর করা হলে কেন্দ্রীয় কমিটির সভাপতি ওহিদুর জামান বাচ্চু,সহ-সভাপতি এডভোকেট ও সাংবাদিক রন্জন দেপ,সহ- সভাপতি আবু তইব বাবুল,সাধারণ সম্পাদক মোঃশাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন হোসেন(হৃদয় মজুমদার)সু-পরামর্শ করে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ইউনিটির রাজশাহী বিভাগীয় কমিটির সুপারিশক্রমে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত নাটোর জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।যাহা নাটোর জেলা কমিটির সভাপতি মেহেরুল ইসলাম মোহন নিশ্চিত করেছেন।
ইউকেবিডি/শাকিল/নাটোর