

ওসমানীনগর সংবাদদাতা : ১৭ বছর ধরে নেতৃত্ব শুণ্য সিলেটের ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের কাছে খোলা চিটি দিয়েছেন ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সিলেট-৩ আসনের উপ- নির্বাচনী প্রচারণায় আসলে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের কাছে এই খোলা চিটি প্রদান করে সম্মেলনের মাধ্যমে দ্রুত ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানান ছাত্রলীগ কর্মী মুসা আহমেদ ও মাহবুব হুসেন সামি। খোলা চিটিতে উপজেলা ছাত্রলীগের পক্ষে উল্লেখ রয়েছে, বিগত ২০০৪ সালে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওযার পর থেকে দীর্ঘ ১৭ বছর পার হয়ে গেলেও ওসমানীনগরে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়নি। বিগত সময়ে সিলেট জেলা ছাত্রলীগ নেতারা জেলার বিভিন্ন উপজেলা কমিটি ঘোষনা দিলেও বঞ্চিত থেকে যায় ওসমানীনগরের ছাত্রলীগ কর্মীরা। এমনকি এই উপজেলায় যারা বিগত সময়ে ছাত্রলীগ করেছেন তারা অনেকেরই আর ছাত্রলীগ করার বয়স নেই। পদ পদবি বিহীন ছাত্রলীগের রাজনীতিতে তারাও ছিলেন সক্রীয়। দলীয় পরিচয় না থাকায় তাদেরকে অনেক বাধার মুখে পরতে হচ্ছে। বর্তমানেও উপজেলায় শত শত ছাত্রলীগ কর্মী রয়েছেন কিন্তু দলীয় কোন পদ না থাকায় অনেকেই ছাত্রলীগ পরিচয়টাও দিতে পারছেন না।
ওসমানীনগরে ছাত্রলীগ ঐক্যবদ্ধ। মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে দলীয় সকল কর্মকান্ডে ওসমানীনগরে ছাত্রলীগ ব্যপক ভূমিকা পালন করে চলছে। তাই ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করে ছাত্রলীগের কর্মীদের আরো এক ধাপ এগিয়ে নিতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনুরোধ জানান উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এমন খোলা চিটি পাওয়ার পর তৃণমূলের কর্মীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে শীঘ্রই ওসমানীনগরে ছাত্রলীগের কমিটি গঠনের আশ্বাস প্রদান করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য সহ সভায় উপস্থিত সিনিয়র নেতারা বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সিনিয়র ছাত্রনেতা মো: সোলেমান খান।