

ইউকেবিডি ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান “জামেয়া দ্বীনিয়া” মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন, মৌলভীবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকার বাসিন্দা ২০ দলীয় জোটের অন্যতম নেতা সদালাপি সর্বদা হাস্যোজ্জল মাওলানা সৈয়দ মাসউদ আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান।
বৃহস্পিতবার (২ সেপ্টেম্বর) বিকেলে এক শোকবার্তায় মাওলানা সৈয়দ মাসউদ আহমদ এর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং উনার রুহের মাগফিরাত কামনা করেন।

বৃহস্পতিবার ভোরে সিলেটের উইম্যান্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উল্লেখ্য যে, তিনি মৌলভীবাজার পৌর বিএনপির সহ-সভাপতি ও দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধি সৈয়দ মমশাদ আহমদ এর বড় ভাই।