

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান “জামেয়া দ্বীনিয়া” মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন, পশ্চিম ধরকাপন এলাকার বাসিন্দা আলহাজ্ব মাওলানা সৈয়দ মাসউদ আহমদ সাহেব গত রাত সোয়া ৪ ঘটিকায় সিলেট উইম্যান্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ ২ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

সকল মুসলমান ভাইদের জানাজার নামাজে শরীর হওয়ার জন্য পরিবারের পক্ষে দাওয়াত করা যাইতেছে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষে চেয়ারম্যান মকিস মনসুর ও ম্যানেজিং ডাইরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, মৌলভীবাজার জেলা সমিতি বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্টের নেতৃবৃন্দ, জি এস সি সাউথ ওয়েষ্ট এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।