শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

জাতীয় সংসদ নির্বাচনে

মৌলভীবাজার জেলার ৪ আসনে ৩১ প্রার্থীর মধ্যে মনোনয়ন বৈধ ২৬

মোঃ শাহজাহান মিয়া
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৫ এই পর্যন্ত দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাচাইর সময় মৌলভীবাজার জেলার ৪টি আসনে মনোনয়ন জমা প্রদান করা ৩১ জন প্রার্থীর মধ্যে যাচাই বাচাই কালে ৪টি আসনে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: তৌহিদুজ্জামান পাভেলের কার্যালয়ে উক্ত যাচাই বাচাই অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ৭ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন নাসির উদ্দিন আহমেদ (বিএনপি), মোহাম্মদ আমিনুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), লোকমান আহমদ (খেলাফত মজলিস), বেলাল আহমদ (স্বতন্ত্র),সাইফুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস),আহমদ রিয়াজ (জাতীয় পার্টি), মো: শরিফুল ইসলাম (গণফ্রন্ট)। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৮শত১৬ জন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মোঃ শওকতুল ইসলাম শকু (বিএনপি), নওয়াব আলী আব্বাছ খাঁন (স্বতন্ত্র), মোঃ সায়েদ আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ ফজলুল খান (স্বতন্ত্র), সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মোঃ আব্দুল মালিক (জাতীয় পার্টি), আব্দুল কুদ্দুস ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর)। ত্রুটিপূর্ণ থাকায় এম জিমিউর রহমান চৌধুরী ( স্বতন্ত্র) প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ২০ জন।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন এম নাসের রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মোঃ আব্দুল মান্নান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, (বাংলাদেশ খেলাফত মজলিস), জহর লাল দত্ত, (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি),আহমদ বিলাল (বাংলাদেশ খেলাফত মজলিস)। ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হন- রেজিনা নাসের (স্বতন্ত্র), মো: ইলিয়াছ হোসেন (ইসলামী ফন্ট বাংলাদেশ)। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)  আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন মোঃ মুজিবুর রহমান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মোঃ মহসিন মিয়া (স্বতন্ত্র), শেখ নুরে আলম হামিদী (বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ আব্দুল রব (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোহাম্মদ জরিফ হোসেন (জাতীয় পার্টি), মো: আবুল হোসেন (বাসদ), প্রীতম দাস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, জেলার ৪টি আসন থেকে পৃথক ভাবে মনোনয়পত্র ৩১ জন প্রার্থী জমা দেন। মৌলভীবাজার জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং তৃতীয় লিঙ্গ ৮ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102