শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) সংসদীয় আসনে

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন শেখ সুজাত

এম এ আহমদ আজাদ, হবিগঞ্জ
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ এই পর্যন্ত দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়ার বিপরীতে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ শেখ সুজাত মিয়া।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) অনুষ্ঠানিক ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম ক্রয় করার ঘোষনা দিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে তিনি দিবারাত্রি নির্বাচনী প্রচারনা করেন এবং বিএনপির মনোনয়ন রিভিউ চেয়ে মিছিল মিটিং করেন। নবীগঞ্জ শহরে মশাল মিছিল করেন। কেন্দ্রের কোন সাড়া না পেয়ে অবশেষে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন শেখ সুজাত মিয়া।

হবিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত রবিবার বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার পক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমীনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা রাসেল আহমদ ও গন ফোরামের সাবেক নেতা শাহ আজাদ আলী সুমন।

এর একদিন পরই মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া মনোনয়ন ফরম ক্রয় করার ঘোষনা দিলেন। তার এই ঘোষণায় তিনি বিএনপির জন্য গলার কাটা হয়ে দাড়াচ্ছেন।

যখন বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন তখনই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলেন সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির যুন্ম আহবায়ক শেখ সুজাত মিয়া।

নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুন্ম আহবায়ক আব্দুল বারিক রনি বলেন, তৃর্নমুলের নেতা সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে যথাযথ মুল্যায়ন করা হয়নি। তিনি দলের জন্য দীর্ঘ ৩০ বছর ধরে কাজ করছেন। তিলে তিলে বিএনপিকে সংগঠিত করেছেন। আমরা রিভিউ আবেদন করে কোন সারা পাইনি। ১৭ বছরে যে নেতাকে দেখি নাই তাকে দলের টিকেট দিয়ে আমাদের প্রতি অবিচার করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ বয়েতুল্লাহ মিয়া বলেন, দীর্ঘ ষোল বছর ১ স্বৈরশাসনের পর এবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। এ লক্ষ্যেই বিএনপির চেয়ারপারসন রাষ্ট্রকাঠামো গঠনের যে পরিকল্পনা দিয়েছেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হচ্ছেন, তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাসী নন বলেই আমরা মনে করি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এসব ‘গলার কাঁটা’ দূর করা জরুরি।

হবিগঞ্জ জেলা বিএনপির যুন্ম আহবায়ক ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, আমি দলের কাছে বারবার রিভিউ আবেদন করে কোন সারা পাইনি। তাই তৃর্নমুল নেতাকর্মীর চাপে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহ করবো। আমি আশাবাদী নির্বাচনে বিজয়ী হবো ইনশাআল্লাহ।

জানা গেছে, ত্রয়োাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার, নারী ২ লাখ ২৮ হাজার ২৬৮ এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। এই আসনে ১৭৭টি স্থায়ী ভোটকেন্দ্রে ৯০৫টি স্থায়ী ও ১৪টি অস্থায়ী ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102