শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি হাসান আহমেদ ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুকিত নির্বাচিত

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ এই পর্যন্ত দেখেছেন
ব্যবসায়ীদের সংগঠন মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।চেম্বারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ব্যবসায়ী ঐক্য ফোরামের প্যানেল প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী হাছান আহমেদ জাবেদ সভাপতি, একই প্যানেলের মোঃ আব্দুল মুকিত সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ দেলোয়ার হোসেন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
এমসিসিআই নির্বাচন বোর্ড চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনের ফলাফল ঘোষনার ৪৮ ঘণ্টা পর প্রেসিডিয়াম নির্বাচন সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করেন॥
পরিচালনা পর্ষদে ব‍্যাবসায়ীদের সরাসরি ভোটে অর্ডিনারি গ্রুপে নির্বাচিত পরিচালকরা হয়েছেন- আবুল কালাম বেলাল, সাইফুল ইসলাম টুটুল, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহফুজ, হানিফ মোহাম্মদ খাঁন নিয়াজ, ইঞ্জিনিয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন, সৈয়দ মহিউদ্দিন আহমদ শাহিন, আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, আবু নোমান মুয়িন ও জহিরুল ইসলাম জাকির।
অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিত হয়েছেন- মোঃ রুবেল মিয়া, মির্জা সোহেল বেগ, সৈয়দ সালমান আহমেদ জুমান, মোঃ আলকাছ উর রহমান ও মোঃ মোক্তাদির হোসাইন।
চেম্বার নির্বাচন বোর্ডের (এমসিসিআই) চেয়ারম্যান মোঃ অলিউর রহমান বলেন, গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে দু’টি প্যানেল প্রতিদ্বন্ধিতা করে ১৮জন পরিচালক নির্বাচিত হন। বিজয়ী হয় ব্যবসায়ী ঐক্য ফোরাম প্যানেলের অর্ডিনারির ৭জন এবং অ্যাসোসিয়েটের ৪জন। আর মৌলভীবাজার সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের অর্ডিনারির ৫জন এবং অ্যাসোসিয়েটের ২জন বিজয়ী হন। পরবর্তীতে ১৪ ডিসেম্বর সভাপতি পদে এবং সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচনের মাধ্যমে চেম্বারের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়।
তিনি আর বলেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করতে হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, সবার আন্তরিকতায় আমরা শতভাগ সফল হয়েছি।
মৌলভীবাজার চেম্বারের নবনির্বাচিত সভাপতি হাছান আহমেদ জাবেদ দেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্যাবল নেটওয়ার্ক ও ক্যাবল সিস্টেমের চেয়ারম্যান। তিনি এমসিসিআই এর সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মেসার্স চাঁদ এন্টারপ্রাইজ, এবাদনগর এগ্রো, টি-ব্রোকার হাউজ, ইকো-রিসোর্টসহ জেলার বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102