নিরাপদ সড়ক এর দাবিতে জাগ্রত পঞ্চগড় এর আয়োজনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্বতঃস্ফূর্ত ভাবে
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক–শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
সাংবাদিক আবু নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড় আদালতের জিপি অ্যাডভোকেট আব্দুল বারী, ‘জাগ্রত পঞ্চগড়’-এর আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন, পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবীব সরকার, এনসিপির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।
বক্তারা বলেন, পঞ্চগড়ে দুর্ঘটনা বৃদ্ধির মূল কারণ হলো বেপরোয়া গতি, সড়কের অনিয়ম, অনভিজ্ঞ ও বদলি চালক, যানবাহনের ফিটনেসহীনতা এবং কার্যকর তদারকির অভাব।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর করতোয়া সেতু এলাকায় ট্রাকচাপায় জেলা প্রশাসনের এক কর্মচারী নিহত হন। আর ৯ ডিসেম্বর শহরের বিজিবি ব্যাটালিয়নের সামনে ট্রাকচাপায় এক নারীর মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তেতুলিয়া বাংলাবান্দা মহাসড়কে খয়খাটপাড়া এক শ্রমিকের মৃত্যু।