মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ রবিউল ইসলাম এর দায়িত্ব গ্রহণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমেরিকান বাংলাদেশি শিশু সার্ভিয়া হাসান ৮ দফা দাবিতে নার্স ও মিডওয়াইফদের প্রতিকী শাটডাউন অনুষ্ঠিত নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত বাসভবনে লুটপাট ও অগ্নিসংযোগের বিচারের অপেক্ষায় এম এ রহিম সিআইপি ওসামা খান সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত নবীগঞ্জে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে প্রধান শিক্ষকের উপর হামলা সিলেট-৪ আসনে বহিষ্কৃত ও চিহ্নিত অপরাধীদের নিয়ে আরিফের প্রচারণা কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‘শুধু প্রিয়ংবদার জন্য’ কাব্য গ্রন্থের পর্যালোচনা

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমেরিকান বাংলাদেশি শিশু সার্ভিয়া হাসান

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ এই পর্যন্ত দেখেছেন
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক শিশু সার্ভিয়া হাসান বিশ্বের সর্বকনিষ্ঠ মেয়ে শিশু হিসেবে গল্পের বই প্রকাশ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record) অর্জন করেছে। “Youngest Person to Publish a Book (Female)” ক্যাটাগরিতে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করে সে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের জন্য এ বিশেষ সম্মাননা অর্জন করেছে।
সার্ভিয়ার গল্পের বইটি দু’টি ভিন্ন সংস্করণে প্রকাশিত হয়েছে- বাংলা সংস্করণ “সার্ভিয়ার ছোট্ট পৃথিবী” এবং ইংরেজি সংস্করণ “Sarvia and Her Little World”। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বইয়ের প্রতিটি গল্প এবং প্রতিটি ইলাস্ট্রেশন সার্ভিয়ার নিজের তৈরি। একজন শিশুর কল্পনাশক্তি ও সৃজনশীলতার এক অনন্য নিদর্শন এই বই।
যদিও সার্ভিয়া প্রিম্যাচুর বেবি হিসেবে জন্মগ্রহণ করেছিল কিন্তু তার সৃজনশীলতা ও পরিবারের অক্লান্ত সহযোগিতায় সেসব বাধা অতিক্রম করে আজ এই বিশ্ব রেকর্ড গড়েছে। যেখানে একসময় তার সমবয়সীদের সাথে তাল মেলাতে পারবে কিনা সেটা নিয়ে উদ্বেগ ছিল পরিবারের, সেখানে আজ সে একটি ক্রিয়েটিভ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ডধারী।
সার্ভিয়ার বইটি বাংলাদেশে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এবং আন্তর্জাতিকভাবে Amazon বুক ষ্টোরের  মাধ্যমে বিশ্বব্যাপী পাঠকদের কাছে পৌঁছে যাচ্ছে।
সার্ভিয়ার বাবা মো. মেহেদী হাসান এবং মা জারিন ফাইরোজ মুন বলেন, “প্যারেন্ট হিসেবে এতটা এক্সপেক্টেশন কখনোই ছিলো না আমাদের। ওর জন্য যা বেস্ট হয় শুধু সেটাই করার চেষ্টা করেছি। কিন্তু যেই রিকগনিশন পেলো বাচ্চাটা আমাদের প্রতিটা কষ্ট সার্থক হয়েছে।”
প্রতিভা প্রকাশ এর কর্ণধার কবি মঈন মুরসালিন বলেন, এই অর্জন শুধু সার্ভিয়া বা তার পরিবারের জন্য নয়, এটি সারা বিশ্বের বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিশুর এই সাফল্য প্রমাণ করে যে সঠিক সহযোগিতা ও উৎসাহ পেলে যেকোনো শিশুই অসাধারণ কিছু করতে পারে।
উল্লেখ্য সার্ভিয়া হাসান একজন বাংলাদেশি-আমেরিকান শিশুশিল্পী ও গল্পকার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই ছোট্ট লেখিকা তার সৃজনশীল গল্প ও নিজ হাতে আঁকা ছবির মাধ্যমে পাঠকদের মন জয় করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102