

শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসন মুলক রায়ের প্রতিবাদে ম্যানচেষ্টার সিটি শাখা আওয়ামী লীগ এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) ম্যানচেষ্টারের স্থানীয় একটি রেষ্ট্রুরেন্টে যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানচেষ্টার সিটি শাখার উদ্যোগে, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, প্রহসন মুলক রায়কে প্রত্যাখ্যান করে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সভাপতি অয়েছ কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানচেষ্টার হাইকমিশনের সাবেক হেড অফ চেন্সেলর ব্যারিস্টার ওয়াহিদুর রহমান বিশ্বাস টিপু, ম্যানচেস্টার হাইকমিশনের সাবেক হেড অফ চেন্সেলর আবু সালেহ মোহাম্মদ মুসা,
চট্রগ্রাম জেলার কর্নফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দিদার আলম,
চট্রগ্রাম জেলার আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সভাপতি আনোয়ারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দীন চৌধুরী সোহেল সহ ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগ ও গ্রেটার ম্যানচেস্টার যুবলীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অবিলম্বে এই অবৈধ, অসংবিধানিক রায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই রায়কে প্রত্যাহারের আহবান জানান।