মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার কাউন্সিল অনুষ্ঠিত

ক্বারি নুরুল ইসলাম প্রেসিডেন্ট ও কামরুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত

মোজাম্মেল আলী
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২০ এই পর্যন্ত দেখেছেন

আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ ব্রাঞ্চের ২০২৫-২০২৮ সেশনের কাউন্সিল ও শপথ গ্রহণ  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বাদ যোহর কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন সেন্টারে কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারি নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী ক্বারি মুজাম্মিল আলীর সঞ্চালনায় কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, নির্বাচন কমিশনার  হিসেবে নিযুক্ত ছিলেন ওয়েলস ডিভিশনের জেনারেল সেক্রেটারি আনসার মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট শেখ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি সিনিয়র সাংবাদিক কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, ট্রেজারার ক্বারী শাহ তসলিম, এক্সিকিউটিভ মেম্বার কাউন্সিলর দিলওয়ার আলী।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ক্বারি নুরুল ইসলামকে পুনরায় প্রেসিডেন্ট, ক্বারি কামরুল ইসলাম বাবুকে জেনারেল সেক্রেটারি ও বেলাল খানকে ট্রেজারার নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জিলু মিয়া,মোহাম্মদ ওজিউর রহমান মিজান,জয়েন্ট সেক্রেটারি হাফিয মাওলানা জালাল আহমদ, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ আলমগীর আলম, অর্গেনাইজিং সেক্রেটারি মোহাম্মদ এমদাদ আলী,এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি হাফিজ এমরান আহমদ, ট্রেইনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি হাফিজ ইব্রাহিম আলী মাসুদ, ওয়েলফেয়ার সেক্রেটারি ফয়েজ মিয়া,এক্সিকিউটিভ মেম্বার দেওয়ান শাহনেওয়াজ  আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ,মাহমুদ হোসাইন, মাওলানা মোহাম্মদ তাওহীদুল হক।

কাউন্সিল শেষে নব গঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ ও মোনাজাত পরিচালনা করেন ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102