বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে উদ্ধারকৃত বন্য বালিহাস অবমুক্ত

এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫৪ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ থেকে উদ্ধার হওয়া ২০ টি বালিহাস পাখি অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা ও হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর শেরপুর রোড থেকে বালিহাস পাখি উদ্ধার করে সালামতপুর বাইপাস রোডের পাশে একটি ডোবা প্রাঙ্গণে অবমুক্ত করেন।
বালিহাস পাখি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা রুহুল আমিন, সিলেট বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত বন রেঞ্জ কর্মকর্তা  আবুল কালাম ও হবিগঞ্জ বন্য প্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন সহ আরও কয়েকজন  কর্মকর্তা।
পরে অবৈধভাবে পাখি শিকার ও বিক্রয়ের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮(২) ধারার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
পাখি শিকারী হলেন নবীগঞ্জ উপজেলার পূর্ব দেবপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার পুএ সজ্জাদ মিয়া ও নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রামের এংরাজ মিয়ার পুত্র জয়নাল মিয়া। সিলেট বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত  বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন এধরণের অবৈধভাবে পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102