বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

আটোয়ারীতে মাদকসহ পিস্তল ও গুলি উদ্ধার

অটোয়ারি সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৮ এই পর্যন্ত দেখেছেন
আটোয়ারী উপজেলার সোনাপাতিলা সীমান্ত এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন কবির জানান, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিব আলী-এর নেতৃত্বে এনএসআই ও বিজিবি সদস্যদের সহযোগিতায় সোনাপাতিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে এই যৌথ অভিযান চালানো হয়।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে সোনাপাতিলা সীমান্ত এলাকার পশ্চিমপাড়া গ্রামের কুদ্দুসের বাড়িতে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে বাড়ির পূর্ব পাশের একটি খড়ির ঘরে মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ছয় বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে দুটি বাটন ফোন। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের পরিদর্শক এএসএম মঈনউদ্দীন কবির বলেন, অস্ত্র ও মাদক জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে আটোয়ারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102