

ব্রিটিশ বাংলাদেশী সোস্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন ইউকের উদ্যোগে নব নিযুক্ত উপদেষ্টাদের পরিচিতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সংগঠনের সভাপতি ফখরুল আম্বিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজনূরের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ফখরুল আম্বিয়া এর সভাপতিত্বে আনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মৌলানা আব্দুল কুদ্দুস। এর পরেই বাংলাদেশ ও ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কবি হাফসা ইসলাম নূর ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসি মেম্বার শেখ নূরুল ইসলাম। তারা দু’জনেই তাদের বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য, লক্ষ্য এবং কার্যক্রম তুলে ধরেন।
ব্রিটিশ বাংলাদেশী সোস্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজ নুর সংগঠনের উপদেষ্টাবৃন্দের নাম ঘোষণা করেন ও তাঁদের বিষদ পরিচিতি তুলে ধরেন। উপদেষ্টা মন্ডলী ১. ডঃ হাসনাত এম হোসেন এমবিই (উপদেষ্টা- ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয়, চেয়ারম্যান- ভয়েস অব জাস্টিজ এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে, ২. আহমেদুস সামাদ চৌধুরী জেপি চেয়ারম্যান, চ্যানেল এস, ৩. শাহগীর বখত ফারুক সাবেক সভাপতি, ব্রিটিশ বাংলাদেশী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র, , ৪. আজিজ চৌধুরী চেয়ারম্যান, এসএসবিএ, ৫. কবি আবুল কালাম আজাদ ছোটন (সহ সভাপতি, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকে এবং সভাপতি, বিশ্ব কবি মঞ্চ ইউকে, ৬. ডঃ শাহনূর খান প্রেসিডেন্ট যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশন ৭. বশির আহমেদ ট্রাস্টি, দারুস হাদিস লতিফিয়া ইউকে, ৮শেরওয়ান চৌধুরী সাবেক মেয়র ক্রয়োডন কাউন্সিল, ৯. বীর মুক্তিযোদ্ধা মিসেস গুলনাহার খান, ১০. সাইদুর রহমান রেনু সাবেক সভাপতি ব্রিটিশ বাংলাদেশী চেম্বার অব কমার্স এন্স ইন্ডাস্ট্রি, ১১. মোহাম্মদ আব্দুর রাকিব, প্রখ্যাত চার্টার্ড একাউন্টেন্ট ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং ১২. আহবাব হোসেন সাবেক স্পিকার, টাওয়ার হেমলেট কাউন্সিল।
কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ রোহি আহাদ , সহ কোষাধক্ষ নাজিম উদ্দিন জুয়েল, সহ সভাপতি হাফসা ইসলাম , নাজমুল চৌধুরী, সহ সভাপতি দেওয়ান নূর চৌধুরী, সহ সভাপতি সেলিম চৌধুরী, সহ সভাপতি শাহীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এলিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক হেলেন ইসলাম, ইসি সদস্য এনাম উদ্দিন, সদস্য মুনিরা পারভিন, প্রানেশ ধর , অশ্রু বৈরাগী, শেখ নূরুল ইসলাম, বাদল রহমান, কবি ধনঞ্জয় পাল, রেজাউল করিম রাজা , ইসহাক জিতু, আবদুহৢ, কয়েছ আহমেদ, ক্রীড়া সম্পাদক সোহেল রহমান, সহ ক্রীড়া সম্পাদক মিসবাহ উর রব (মুরাদ), সাদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, মঞ্জুর মুমিন, আনজুম আলম, খলিল মিয়া , রকি চৌধুরী, নিনি রহমান, সৈয়দ সোহেল, শুক্কুর আহমেদ ও রিতা হক সহ সকল কমকর্তা এবং সদস্যবৃন্দরা উপদেষ্টাদের হাতে একে একে সংগঠনের পক্ষ থেকে স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।
উপস্থিত উপদেষ্টারা তাঁদের বক্তব্যে বিবিএসসিএ’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বিশেষ করে তরুণ প্রজন্মকে কিভাবে সম্পৃক্ত করা যায় তার উপায় নির্ধারণ ও সেই লক্ষ্যে কাজ করে যাওয়া এবং সংগঠনটির কার্যক্রম সুদূর প্রসারী করতে সার্বিক সহযেগিতার আশ্বাস প্রদান করেন।
ব্রিটিশ বাংলাদেশী সোস্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন এর সভাপতি ফখরুল আম্বিয়ার ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘটে। এর পরে সংগঠনের সকল সদস্যরা উপদেষ্টাদের নিয়ে একটি কেক কাটেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি ছিলো সাংস্কৃতিক সম্পাদক হেলেন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এলিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি করেন বিলেতের স্বনামধন্য আবৃত্তিকার মুনিরা পারভিন, ফয়জুল ইসলাম ফয়েজনূর, ফখরুল আম্বিয়া ও নিনি রহমান।
সত্যেন স্কুলের শিশু শিল্পী আফসারা, শ্রি, দিয়া তোরা দে ও মিশেল দে একক সংগীত , একক নৃত্য ও সমবেত নৃত্য পরিবেশন করেন। বিশিষ্ট নৃত্য শিল্পী সংগঠনের অন্যতম সদস্য মোহাম্মদ দীপ চমৎকার একটি সলো নৃত্য পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গায়ক ও সংগঠনের অন্যতম সদস্য সাদমান সাজিদ, পথিক চৌধুরী, নাজমুল চৌধুরী, নাসরিন শাহ , এলিন চৌধুরী, বাদল রহমান, শুক্কুর আহমেদ সহ অন্যান্যরা।
উল্লেখ্য নিজ উদ্যোগে পুরো অনুষ্ঠানের প্রফেশনাল ফটোগ্রাফি এবং সুদৃশ্য লাইটিংসের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের অন্যতম সদস্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাদল রহমান।
অনুষ্ঠানের শেষ প্রান্তে উপস্থিত সবাইকে সংগঠনের পক্ষ থেকে রাতের খাবার পরিবেশন করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে সাংস্কৃতিমনাদের সরব উপস্থিতি মাইক্রো বিজনেস সেন্টার কানায় কানায় পূর্ণ ছিলো।