শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :

তেতুলিয়ায়

অতিবর্ষনে গৃহবন্দী ২ গ্রামের মানুষ

তেঁতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় রাতভর টানা অতিবর্ষনের কারনে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে সাহেব জোত এবং মমিনপাড়া গ্রামের ৫ শতাধিক নারী পুরুষ পানি বন্ধি হয়ে পড়েছে।
সরজমিন পরিদর্শন করে দেখা যায়, তেতুলিয়া সদরের মমিনপাড়া এলাকায় সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সাহেব জোত, এবং মমিনপাড়া সড়কের বেশিরভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। পানি জমে থাকার কারণে পথচারী ও যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে মারাত্মক দুর্ভোগ।
এদিকে সাহেব জোত গ্রামের কয়েকটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় অনেকেই  চুলায় রান্ন বান্না করতে পারছেন না। জীবন বাচাতে শুকনো খাবার খেতে হচ্ছে।
 নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন অনেকেই। গৃহস্থালি সামগ্রী রক্ষা করতে গিয়ে নাকাল হচ্ছেন স্থানীয়রা।
সাহেব জোত গ্রামের বাসিন্দা মোবারক হোসেন, মোঃ আজাদ জানান, অতিবর্ষনের কারনে ঘরের চুলা জলে ডুবে গেছে ফলে সমস্যা রান্না করতে পারছেন না মানুষ। ওই গ্রামের ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রতি বছরই বৃষ্টির মৌসুমে এমন দুর্ভোগ পোহাতে হয়। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটে পানি জমে যায়।
তেঁতুলিয়া সদর ইউপির চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক জানান,  বিষয়টি তারা পর্যেবক্ষণ করছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তবে, স্থানীয়দের দাবি- দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102