বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন শেখ হাসিনা দেশে থাকলে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকত বর্নাঢ্য আয়োজনে তেতুলিয়ায় ‘চ্যানেল এস টিভির বর্ষপূর্তি উদযাপিত

তিন মাসের জন‍্য

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত

মোঃ কাওছার ইকবাল শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন তিন মাসের স্থগিতের আদেশ ও রুল ইস্যু করেছেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।

রীট আবেদনকারী ব্যবসায়ী সমিতির সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন বুধবার জানান, তিনি হাই কোর্টের ওই বেঞ্চে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে রীট পিটিশন নং-১৪০৩৭ দায়ের করলে বিচারপতিদ্বয় তিন মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করে কেন ব্যবসায়ী সমিতির নির্বাচন অবৈধ হবে না মর্মে জন্য রুল ইস্যু করেন।

জবাব প্রদানের জন্য রুল ইস্যু করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক মৌলভীবাজার, উপজেলা নির্বাহী কর্মকতা শ্রীমঙ্গল, অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম বরাবরে।

উল্লেখ্য, গত ১০ আগষ্ট রীটকারী নির্বাচন স্থগিত চেয়ে গঠিত বিতর্কিত নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ করে ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেন। কিন্তু গত ২১ আগষ্ট এ আবেদন খারিজ হলে তিনি বিক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্বাচন কমিশন গঠনের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রীট পিটিশন দায়ের করলে উল্লেখিত আদেশ প্রদান করেন হাইকোর্ট।

এ ব্যাপারে রীটকারী মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সর্বশেষ ২০১৭ সালে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়েছিল, যা ছিল তিন বছর মেয়াদী। কিন্তু ফ্যাসিস্ট আমলের সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের প্রত্যক্ষ মদদে এই পরিষদ অতিরিক্ত ৫ বছর পার হয়ে গেলেও কোন নির্বাচন আয়োজন করেননি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102