বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন শেখ হাসিনা দেশে থাকলে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকত বর্নাঢ্য আয়োজনে তেতুলিয়ায় ‘চ্যানেল এস টিভির বর্ষপূর্তি উদযাপিত

শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮৬ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর’সহ দলীয় নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টায় গণঅধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি হারুনুর রশিদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি অপু রায়হান, উপজেলা সাধারণ সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, জেলার অর্থ সম্পাদক আব্দুছ ছাত্তার, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক আমির আলী, উপজেলা সহ সভাপতি কানাই দাশ, যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি আরিফ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক উসমান আলী প্রমুখ।

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে জাপার লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ভিপি নুরসহ বহু নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102