

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন(আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা কমিটির উদ্যোগে এবং পরিচালনায় পথশিশুদের লার্নিং ও কাউন্সিলিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ এনজিও ব্রাঞ্চ তালিকাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন(আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা কমিটির উদ্যোগে প্রতি শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে ১২টা পর্যন্ত শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পথশিশু ও শুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে পরিচালিত হচ্ছে “আমাসুফ পথশিশু লার্নিং সেন্টার”।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফখরুল আহমেদ ও এম এ করিম, সাধারণ সম্পাদক উত্তম রায়, সহ সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজল রায় প্রমূখ।
সুন্দর সমাজ গঠনে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক উত্তম রায়।
উল্লেখ্য আমাসুফ পরিবারের সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ড্যান্ডির মতো নেশা ও ভিক্ষাবৃত্তি থেকে পথশিশুদের কাউন্সিলিং করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে।