শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন

শ্রীমঙ্গলে

ঘরবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯০ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া গ্রামের বাসিন্দা ওয়াহিদ মিয়া ন্যায় বিচারের দাবীতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়াহিদ মিয়া জানান, তার ভোগদখলকৃত জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।

তিনি বলেন, গত ২১ জুলাই স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও তাদের সহযোগীরা তাদের বসতভিটায় হামলা চালায়। এতে পরিবারের সদস্যরা মারধরের শিকার হয়ে রক্তাক্ত জখম হন। কিন্তু উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় পরিবারের নয়জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওয়াহিদ  মিয়ার অভিযোগ, তারা জেল হাজতে থাকার সুযোগে প্রতিপক্ষরা ২৯ জুলাই তার জমি দখল করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, জামিনে মুক্ত হলেও এখনো নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না। প্রতিপক্ষরা হত্যার হুমকি দিচ্ছে বলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন বলেন, “বিষয়টি আমি শুনিনি, এসব বিষয়ে কোন পক্ষ এখন পর্যন্ত আমার কাছে আসেনি।”

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগী পরিবারকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছি। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ভুক্তভোগীর দাবি করা ভূমি (০১) মৌজা-সাইটুলা, জেএল নং-৯৯, খতিয়ান নং-৩২০, দাগ নং-২৬৭৯ (বাড়ি রকম ১.৫ শতাংশ ভূমি)। (০২) মৌজা-খলিলপুর, জেএল নং-৯৮, খতিয়ান নং-৪২২, দাগ নং-১৫৯২ (বাড়ি রকম ১৭ শতাংশ ভূমির মধ্যে ১.৫ শতাংশ)

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102