

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া গ্রামের বাসিন্দা ওয়াহিদ মিয়া ন্যায় বিচারের দাবীতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়াহিদ মিয়া জানান, তার ভোগদখলকৃত জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
তিনি বলেন, গত ২১ জুলাই স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও তাদের সহযোগীরা তাদের বসতভিটায় হামলা চালায়। এতে পরিবারের সদস্যরা মারধরের শিকার হয়ে রক্তাক্ত জখম হন। কিন্তু উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় পরিবারের নয়জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওয়াহিদ মিয়ার অভিযোগ, তারা জেল হাজতে থাকার সুযোগে প্রতিপক্ষরা ২৯ জুলাই তার জমি দখল করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, জামিনে মুক্ত হলেও এখনো নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না। প্রতিপক্ষরা হত্যার হুমকি দিচ্ছে বলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন বলেন, “বিষয়টি আমি শুনিনি, এসব বিষয়ে কোন পক্ষ এখন পর্যন্ত আমার কাছে আসেনি।”
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগী পরিবারকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছি। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ভুক্তভোগীর দাবি করা ভূমি (০১) মৌজা-সাইটুলা, জেএল নং-৯৯, খতিয়ান নং-৩২০, দাগ নং-২৬৭৯ (বাড়ি রকম ১.৫ শতাংশ ভূমি)। (০২) মৌজা-খলিলপুর, জেএল নং-৯৮, খতিয়ান নং-৪২২, দাগ নং-১৫৯২ (বাড়ি রকম ১৭ শতাংশ ভূমির মধ্যে ১.৫ শতাংশ)