মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

হযরত মোহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫৭ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু রায় (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) ভোরে পঞ্চগড় থেকে তাকে আটককরে ঠাকুরগাঁও সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত একটি দল।

গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সরোয়ার আলম খান।

আটক দিপু রায় সদর উপজেলার হরিনারায়নপুর দিঘীডাঙ্গী গ্রামের দিনেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

জানা যায়, সম্প্রতি মেসেঞ্জারে মহানবী (সা.)কে নিয়ে দিপু রায়ের করা একাধিক আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে নেট দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বৃহস্পতিবার সন্ধ্যায় এর প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে তাকে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

ওসি সরোয়ার আলম খান বলেন, “মহানবী (সা.)কে নিয়ে ফেসবুক মেসেঞ্জারে একাধিক আপত্তিকর মন্তব্যের অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলা থেকে আটক করা হয়েছে। এরআগেও তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102