পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনা আক্তার (৪৫) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট ) বিকেলে উপজেলার তিরনই হাট ইউনিয়নের প্রধান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।তিনি প্রধান পাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
তিরনই হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাড়ির রান্নার কাজ করার সময়ে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শালবাহান হাটে পল্লী চিকিৎসকের কাছে পরে তেতুলিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মুসা মিয়া জানান, গৃহিণীর মরদেহ সুরতহাল ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।