শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন

নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনে ডা. এ জেড এম জাহিদ

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষনা করুন

এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯৩ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন তিন মাসের মধ্যেও সম্পন্ন হতে দেখেছি। কিন্তু বর্তমান অন্তবর্তী সরকারের এক বছর সময় লাগানোর কোনো কারণ দেখছি না।  এই বিলম্ব কোন শুভ লক্ষন নয়। দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষনা করুন। আর না হয় বিএনপি বসে থাকবে না।

ডা. জাহিদ হোসেন বলেন, আপনারা ২০০৮ সালে সঠিক ভাবে ভোট দিতে পারেননি। ২০১৪ ও ২০১৮ সালেতো আগেই রাতে ভোট হয়ে গেছে। বর্তমান অন্তবর্তী সরকারকেই এবার সুষ্টু ভোটের ব্যবস্থা করতে হবে। এ সময় তিনি বলেন, ২০০৮ এর নির্বাচনও নাকি ষড়যন্ত্রমূলক ছিল। ২০১৪ ছিল ভোটার বিহীন। ২০১৮ ছিল নৈশ ভোটের নির্বাচন। আর ২০২৪ হয়েছে আমি আর ডেমির নির্বাচন। জনগন আসল নির্বাচন চায়। যেখানে জনগন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

ডা. জাহিদ হোসেন বলেন, বিগত ৯ মাসে দেশের মধ্যে কিছু হলেই সব দোষ বিএনপি নেতাকর্মীদের ঘাড়ে ছাপানোর চেষ্টা করা হয়েছে। অথচ বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে সবচেয়ে বেশি গুম, খুন, মামলা হামালা নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। তার বড় উদাহরণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি পায়ে হেটে সুস্থ্য অবস্থায় জেলে গেলেন, যখন বিদেশে চিকিৎসার জন্য যান, তখন ট্রেচারে করে যেতে হয়, বিনা অপরাধে বেগম খালেদা জিয়াকে বন্ধি করে রাখা হয়েছে বছর পর বছর। লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার শিকার হয়েছেন ভুলে গেলে হবে না।

রবিবার (৩ আগষ্ট) দুপুরে নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সকালে উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়।

নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমদ চৌধুরী সভাপতিত্বে ও সিনিয়র যুন্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতা সিদ্দিকী। বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমদ আলী মুকিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া ও আমেরিকা শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল হক নান্টু প্রমূখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম,  হাজী এনামুল হক, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী সহ আরও অনেকেই।

ডা. জাহিদ হোসেন বলেন, অন্তবর্তী সরকারের প্রতি শুধু বিস্বাস রাখলে হবে না। তারা এক বছরেও নির্বাচনের পরিবেশ তৈরী করতে পারিনি। আমাদেরকে আরও সচেতন থাকতে হবে। কেউ বলবে পিআর আর কেউ বলবে না। আমরা পিআর চাই না, আমার নেতা আমি নির্বাচন করবো। ভোট দিবো এক জায়গায় আর নেতা হবে আরেক জায়গায় এটা হয় না। অন্তবর্তী সরকারের আচরণ নিরপেক্ষ হতে হবে। কাজ দিয়ে নিরপেক্ষতা প্রমান করতে হবে। কারো পক্ষে থাকলে আমরা মানবো না।

ডা. জাহিদ হোসেন আরো বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। এদেশের স্বাধীনতা ও সারভৌমত্বের চিন্তা করলে স্বাধীনতার ঘোষক জিয়া ও তার পরিবারকে অস্বীকার করা যাবেনা। এখনও জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে আমাদেরকে সর্তক থাকতে হবে। ওয়ান এলিভেন হয়েছিল জিয়া পরিবারকে সমুলে ধ্বংস করার জন্য কিন্তু কিছুই হয়নি।

তিনি বলেন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কাঠাল রানী ষড়যন্ত্র করছেন, ভারত আওয়ামীলীগকে ক্ষমতার রাখার সকল চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন সেখানে বসে স্বৈরচারের দোসররা চেষ্টা করছে, সেটা রুখে দিতে হবে। প্রশাসনের মধ্যে এখনও স্বৈরাচার সরকারের দোসর ঘাপটি মেরে লুকিয়ে আছে। আপনারা দয়া করে খোলস থেকে বেরিয়ে আসুন এবং জনগণের কাতারে দাঁয়িয়ে জনগণের জন্য কাজ করুন। নাহলে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না’
ডা. জাহিদ হোসেন বলেন, অনেকেই জুলাই আন্দোলন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন, বড় বড় কথা বলছেন, অথছ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের বেশির ভাগ বিএনপির নেতাকর্র্মী। আমাদেরকে ছোট করবেন না। কাট করতে যাবেন না। আমরাই আন্দোলনের আসল মাষ্টার মাউন্ড।

ডা. জাহিদ বলেন,  বিগত সরকারে মন্ত্রী এমপি সচিবরা অনেকেই লুটপাট করেছেন, তারা বিদেশে বাড়ি ঘর গাড়ি করেছেন। কেউ আমেরিকা,কানাডা,লন্ডন ও মালয়েশিয়ায় প্লাট বাড়ি করেছেন, লুটের টাকা বিদেশে পাচার করেছেন এসব ফিরিয়ে আনতে হবে। আগামীর নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয় এবং জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই সুযোগ সৃষ্টির দায়িত্ব ড. মুহাম্মদ ইউনূস সরকারের।

তিনি বলেন, কোন দলের নেতার কথা দেশ চলবে না। দেশ পরিচালনা করবে জনগনের ভোটের নির্বাচিত সরকার। সবার ভোটের অধিকার সমান সেটা মনে রাখতে হবে। তাই আমরা সুষ্টু নির্বাচনের পরিবেশের জন্য আমরা একবছর সময় দিয়েছি, আর নয়। এখন দেশে নির্বাচিত সরকার জরুরী দরকার। ষড়যন্ত্র করে বিএনপিকে প্রতিরোধ বা থামিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। যারা ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন, মনে রাখবেন বিএনপি জনগণের দল।

৭৫-এ সিপাহি-জনতার বিপ্লবের মধ্যে মেজর জিয়া এ দেশকে মুক্তির পথ দেখিয়েছেন। জিয়াউর রহমান জন্মের পর থেকেই নিজেকে তৈরি দেশকে নেতৃত্ব দেয়ার জন্য। তার কালজয়ী দর্শনের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী দল। তাঁর সর্বশ্রেষ্ঠ অবদান স্বাধীনতার ঘোষণা। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজ বিএনপিকে প্রতিরোধ বা ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার ক্ষমতা  কারো নেই। যারা ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন, মনে রাখবেন বিএনপি জনগণের দল। স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বেশি যুদ্ধ করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102