বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

সিডনিতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠিাবার্ষিকী উদযাপিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২২ এই পর্যন্ত দেখেছেন

সিডনির লাকেম্বার সিডনি আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও লেখক ড. কাইউম পারভেজ এর সভাপতিত্বে ও মাকসুদুর রহমান সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসুরী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনা দীর্ঘ ৪০ মিনিট মূল্যবান বক্তব্য রাখেন। তার বক্তব্যের শুরুতেই অস্ট্রেলিয়ায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ সকল প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছো জানান।শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা ও জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের মাধামে আওয়ামীলীগকে সুসংগঠিত করে জনগনের ভাগ্য উন্নয়নের ইতিহাস তুলে ধরেন।
বাংলাদেশ আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই সন্ত্রাস দমন ও অর্থনীতির চাকা সচল রেখে সফলতার সহিত দেশ পরিচালনার কথা উল্লেখ করেন।

২০০১ সালে গ্যস বিক্রির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারনে গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসতে পারেনি। ২০২৪ এ এসে মানবিক করিডোরের শর্ত দিয়ে ইউনুস সরকার ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে। এখন বাংলাদেশে কেউ কারো সম্মান করে না, সন্ত্রাস অরাজকতার রাজত্ব কায়েম করেছে, প্রতিনিয়ত ধর্ষনের শিকার হচ্ছে, যুব সমাজ, বয়োবৃদ্ধ কারো কোন নিরাপত্তা নাই। সাবেক প্রধান নির্বাচন কমিশনার হুদা সাহেবকে অপমানের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

বাংলাদেশের জনগন আজ ষড়যন্ত্রকারী ইউনুস সরকারের কাছে জিম্মি। বাংলাদেশ আওয়ামীলীগ এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করে দিয়েছে। ইউনুস সরকার আজকে মানুষের সেই অধিকার কেড়ে নেয়া হয়েছে। পরিশেষে জননেত্রী শেখ হাসিনা উল্লেখ করেন মানুষের জীবনের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের জীবনের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা এবং এদেশকে আরো উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের আপামর জনসাধারনের বিজয় আসবেই এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি  ড. কাইউম পারভেজ। প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, বিশেষ বক্তা চট্রগ্রাম সিটি কলেজের সাবেক নির্বাচিত ভিপি ও জিএস ইফতেখার উদ্দীন ইফতু, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি কৃষিবিদ আব্দুল জলিল, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের উপদেষ্টা মুনীর হোসাইন, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আইভী রহমান, এম আর আখতার মুকুলের সুযোগ্য কন্যা কবিতা পারভেজ, প্রবীন আওয়ামীলীগ নেতা ও বগুরা জেলা সমিতি অস্ট্রেলিয়ার সভাপতি এনায়েতুর রহমান বেলাল, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হারুনুর রশিদ, অস্ট্রেলিয়া কৃষকলীগের সভাপতি শাহ আলম, অস্ট্রেলিয়া আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মনসুর, অস্ট্রেলিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অপু সারোয়ার, অস্ট্রেলিয়া আওয়ামীগ নেতা ও গোপালগন্জ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সভাপতি পল সি মধু, মোহামেডান জাতীয় দলের সাবেক ফুটবল তারকা ও ঘাতক দালাল নির্মূল কমিটি অস্ট্রেলিয়ার সহ সভাপতি রেজাউল হাসান ভূট্রো, অস্ট্রেলিয়া আওয়ামীলীগ নেতাজিয়াউল হক জিয়ন, এনামুল হক এনাম, সেচ্ছাসেবকলীগ নেতা জামিল হোসেন রনি, নারী নেত্রী ফাহমিদা খন্দকার, বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সদস্য মাহদিয়া খাঁন, ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম জনি, তাছনিম উদ্দিন ফাহিম, নারায়নগন্জ মাহানগর ছাত্রলীগ নেতা সিদ্দিক, সীমান্ত, সভ্য সাচী প্রমুখ।

আলোচনা সভার শুরুতে ১৯৫২”র মহান ভাষা আন্দোলন ,৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ৭৫”র ১৫ই আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,৭৫”র ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিস্ঠুর ভাবে জাতীয় চারনেতা হত্যাকান্ড ,২০০৪”র ২১ আগস্ট গ্রেনেড হামলাায় নিহত এবং সকল স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা আড়াই লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

সভাশেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়।বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102