প্রতিবারের ন্যায় এবারও শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার (২৯ জুন) সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা চক্ষু চিকিৎসা শিবির উদ্ভোধন উদ্বোধন করেন ভূনবীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ ব্যক্তিত্ব ডাঃ আবুল বাশার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোল্লা শাহিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাঁও চক্ষু শিবির বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ ইউছুফ আলী, সাতগাঁও ষ্টেশন বাজার পরিচালনা কমিটি সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মোঃ আকবর আলী, সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা জামে মসজিদের ইমাম মাওঃ সৈয়দ ইন্তেছার আহমেদ, মোঃ ময়না মিয়াসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবারের ন্যায় এবারও চক্ষু শিবিরের সার্বিক ব্যবস্থাপনায় ও অর্থায়নে ছিলেন সাতগাঁও এর কৃতি সন্তান লন্ডন প্রবাসী বুলবুল আহম্মদ। সার্বিক চিকিৎসা প্রদানে ছিল মৌলভীবাজার স্বনামধন্য প্রতিষ্ঠান বি.এন.এস. বি চক্ষু হাসপাতাল। এছাড়াও সহযোগিতায় ছিলেন লন্ডন প্রবাসী বোরহান আহম্মদ, রায়হান আহম্মদ।
চার দশক যাবৎ পরিচালিত বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমটির শুরু থেকেই জড়িত ছিলেন এলাকার এলাকার প্রবীণ হিতৈষী মুরব্বিরা। প্রথম থেকে মুরব্বিরা এলাকার দানশীল ব্যক্তি ও নিজেদের অর্থায়নে এর ব্যয়ভার পরিচালিত হতো। পরবর্তীতে সাতগাঁও এর বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী বুলবুল আহম্মদ পুরোপুরি ব্যয়ভার গ্রহণ করেন। তিন দশক যাবৎ বুলবুল আহম্মদ এই মহতী কার্যক্রমের সাথে নিজেকে জড়িত রেখেছেন।
বুলবুল আহমদ বলেন, মুরব্বিদের দ্বারা পরিচালিত এই কার্যক্রমটির সাথে আমি জড়িত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রয়াত সেইসব শ্রদ্ধেয় মুরব্বিদের যারা আমাকে সেবা করার এই সুযোগটি দিয়েছেন। আমি এবং আমার পরিবারের সকল সদস্য এই সেবার ব্যাপারে সর্বাত্বক সহযোগিতা করে যাবো। বিশেষ করে গরীব ও খেটে খাওয়া এলাকার মানুষরা যাতে সহজে এই সেবা গ্রহণ করতে পারে এবং বিশেষ করে দূরবর্তী প্রত্যন্ত এলাকার মানুষরাও সেবা নিতে এখানে এসে উপস্থিত হচ্ছেন দেখে আমি আবেগাপ্লুত। সবার দোয়া ও আশির্বাদে যেন এই সেবাটি চালিয়ে যেতে পারি এই কামনা করছি।
জানতে চাইলে সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোল্লা শাহিদ আহমদ বলেন, দীর্ঘ চল্লিশ বছর যাবৎ বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা শিবির পরিচালিত হচ্ছে। সেবা কার্যক্রমটির শুরু থেকেই জড়িত ছিলেন এলাকার এলাকার প্রবীণ মুরব্বিরা। প্রথম থেকে মুরব্বিরা নিজেদের এবং এলাকাবাসীর চাঁদায় এই চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করতেন। পরবর্তীতে সাতগাঁও এর বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী বুলবুল আহম্মদ পুরোপুরি ব্যয়ভার গ্রহণ করেন। আমি আশাকরি এ ধরনের কার্যক্রমে এলাকার বিত্তশালী মানুষেরা আরও এগিয়ে আসবেন।