সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে বীর চট্টলার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাবেক বানিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংক্ষিপ্ত সফরে আধ্যাত্মিক নগরী পূণ্যভূমি সিলেট আসলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রী। তিনি ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসন থেকে উপনির্বাচনে প্রথমবারের মত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৫ মার্চ ২০০৪ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’র সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন হলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করছে এবং ২০১৭ সাল থেকে সংগঠনটি দেশের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালী, সৌদিআরব ও সংযুক্ত আরব আমিরাতে কমিটির কার্যক্রমও রয়েছে।