বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

৫ পদে ২৪ প্রার্থীর ফরম সংগ্রহ

নবীগঞ্জ বিএনপির কাউন্সিল ঘিরে ব‍্যাপক উদ্দীপনা

এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৬ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলর ও সম্মেলন উপলক্ষে দিবারাত্রি জমজমাট প্রচারণা চালিয়ে যাচ্ছেন পদ প্রত্যাশী প্রার্থীরা।

নবীগঞ্জ উপজেলা বিএনপির নির্ধারিত কাউন্সিলের তফশীল বুধবার বিকাল ৫টায় দলের অস্থায়ী কার্যালয় থেকে ৫টি পদে ২৪জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
এ নিয়ে বিএনপির ত্যাগী ও তৃণমুল নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রচারণা চলছে। আগামী ৯ জুলাই নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে ।  নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তারিখ নির্ধারন ও কাউন্সিলকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। গত ২৫ জুন কাউন্সিলের তফশিল বিজ্ঞপ্তি আকারে স্থানীয় পত্রিকায় প্রকাশ করা হয়।

দলীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে দূ’ভাগে বিভক্ত। এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়া। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান আহবায়ক সরফরাজ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু। ইতিপূর্বে আহ্বায়ক কমিটি উপজেলার ১৩টি ইউনিয়ন কমিটি গঠন করেছে। প্রতিটি ইউনিয়ন কমিটির সব সদস্য কাউন্সিলার হিসাবে গন্য হবেন এর সাথে সংযুক্ত হবেন নবীগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।

বিএনপির দুটি বলয়ের মধ্যে ৫টি পদে নির্বাচনের জন্য ১৫ জন প্রার্থী প্রচরণা করলেও গতকাল হঠাৎ করে প্রার্থী বৃদ্ধি পেয়েছে আশানুরুপ হারে। কিছু পদে প্রার্থীদের পদ বদল হয়েছে। নতুন পদে মনোনয়ন ক্রয় করেছেন অনেকেই।

নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলী গতকাল আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি করেন।  ফেইসবুকসহ নানা সামাজিক মাধ্যমে প্রচারণা চলছে আগামি ৯ জুলাই নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে । এনিয়ে প্রার্থীদের প্রচার প্রচারণা ব্যাপক ভাবে চলছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই কাউন্সিল নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা রয়েছে। তাই প্রার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে নেতাকর্মীরা মনে করেন।

উভয় গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি মিটিং ও লবিং গ্রুপিং চলছে। যে পাঁচটি পদে নির্বাচন হবে সে গুলো হলো সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুন্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলীর দেয়া তথ্য মতে ফরম ক্রয়ের ক্রম অনুসারে, সভাপতি পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ সুজাত মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোক্তাদির চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা বিএনপির যুন্ম আহবায়ক আব্দুল বারিক রনি। সিনিয়র সহ সভাপতি পদে বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোঃ খসরু চৌধুরী ও ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বয়েতুল্লাহ মিয়া।

সাধারণ সম্পাদক পদে নবীগঞ্জ উপজেলার সাবেক যুবদল সভাপতি মজিদুর রহমান মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরশেদ আহমদ। এছাড়া যুন্ম সাধারণ সম্পাদক পদে গজনাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিউল আলম বজলু , একই ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ,মোঃ এনামুল হক,প্রভাষক মুস্তাহিদ উদ্দিন, দেবপাড়া ইউনিয়ন বিএনপি সভপতি এড. জালাল আহমদ, সাবেক ছাত্রনেতা অলিউর রহমান অলি ও নবীগঞ্জ উপজেলা সে¦চ্ছাসেবক দলের আহবায়ক জুসেফ বখত ।

সাংগঠনিক সম্পাদক পদে নুরুল গনি চৌধুরী সোহেল, এডভোকেট শাহিদ আলী তালুকদার, সোহেল আহমদ চৌধুরী রিপন, জামাল চৌধুরী,জাহান আহমদ,মোঃ রাশেদ মিয়া ও অলিউর রহমান অলি।

একাধিক বার উপজেলা বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষনা করা হলেও বার বার কোন্দলের কারনে স্থগিত ঘোষনা করা হয়। এবার কাউন্সিল নিয়ে নানা শংকায় এবার বিএনপি নেতাকর্মীরা চুড়ান্ত কাউন্সিলে অংশ নিচ্ছেন। এবার ৬ষ্ঠ বারের মতো কাউন্সিল তারিখ ও তফশিল ঘোষনা করা হয়েছে।

বিএনপি নেতা  আব্দুর রকিব  (কাউন্সিলার) বলেন বারবার তারিখ পরিবর্তন ও স্থগিত হওয়ায় আমরা তীব্র্র্র্র্র্র্র্র হতাশায় ভুগছিলাম। আমরা মাঠের কর্মীরা চাই ভোট দিয়ে নেতা নির্বাচন করতে চাই কিন্তু বার বার স্থগিত করা হয়েছিল এবার নির্ধারিত তারিখে সঠিক সময়ে কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলী বলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলর ও সম্মেলন উপলক্ষে জমজমাট প্রটারণা চলছে । আজকে কেন্দ্রীয় নেতবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ বসে আলোচনার ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের চুড়ান্ত তারিখ, স্থান ও তফসিল নির্ধারণ করেন।  আজকে নির্ধারিত ফরম বিতরণের দিনে ৫ পদে ২৪ জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন। আগামীকাল সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জমা নেয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102