বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

সিলেট করোনায় ১ জনের মৃত্যু

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৪ এই পর্যন্ত দেখেছেন

সিলেট সদরের শামসুদ্দিন হাসপাতালে করোনায় ১ জনের মৃত্যুর খবর পাওযা গেছে। সারাদেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পর সিলেট এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন ২০২৫ইং) এ তথ্যটি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে করোনার আক্রমন শুরুর পর সিলেটে প্রথম এই কোন রোগী মারা গেলেন বলে জানান।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনায় আক্রান্ত ৬৯ বছর বয়েসি পুরুষ ১৯ জুন শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। এছাড়া সিলেটে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তির বাড়ি সিলেট সদর উপজেলায়। তিনি করোনা ছাড়াও আরও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102