যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সংগঠন রেংঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে যুক্তরাজ্যে সফররত বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মোঃ আখলাকুল মৌলা বাহারকে মঙ্গলবার (২৪ জুন) লন্ডনের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ব্যাংকিং ও শিক্ষা খাতে তাঁর অসামান্য অবদান এবং কমিউনিটি উন্নয়নে তাঁর নিরলস প্রয়াসকে সম্মান জানিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বিশিষ্ট কমিউনিটি নেতা জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ (লাল মিয়া) এর সভাপতিত্বে ও নিজামুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ছাদিকুর রাহমান।
অ্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, যুক্তরাজ্য ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, লন্ডন টাওয়ার হেমলেটস এর সাবেক কাউন্সিলর ও স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলার রেবেকা সুলতানা, হাফিজ মৌলানা জিলু খান, রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মুহিদ, মোহাম্মদ নাসির উদ্দিন, মৌলানা মিজানুল হক, নজরুল ইসলাম, রমজান আলী, আব্দুল সহিদ, শাহান চৌধুরী, আতিকুর রহমান, মনসুরুল হক, আখলাকুর রাহমান লুকু, রুবেল আহমেদ, খালেদ আহমেদ, আশরাফ আলী ছানা, শাহাব উদ্দিন প্রমুখ।
বক্তারা মোঃ আখলাকুল মৌলা (বাহার)-এর কর্মজীবন, সততা, দায়িত্বশীলতা এবং জনসেবায় তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। প্রবাসে থাকা বাংলাদেশিদের সঙ্গে তাঁর আন্তরিক যোগাযোগ এবং এলাকার উন্নয়নে ভূমিকার জন্য তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। তাঁর অবদানের জন্য লেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।
বক্তারা বলেন, সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের নেতৃবৃন্দও সমাজসেবকদের এক হৃদ্যতা ও মেলবন্ধন সৃষ্টি হয়। বক্তারা আশা প্রকাশ করেন, মোঃ আখলাকুল মৌলা (বাহার)-এর মত ব্যক্তিত্ব সমাজের উন্নয়নে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন। সভাপতির সমাপনী বক্তব্যের পর আনন্দ ঘন পরিবেশে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য মোঃ আখলাকুল মৌলা সিলেট আম্বরখানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শাখা’র ম্যানেজার ও হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এবং ইউনিভার্সেল আইডিয়াল কলেজের দাতা সদস্য ও ম্যানেজমেন্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।