বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা সিমেন্ট ও লৌহজাত ব্যবসায়ী সমিতির মতবিনিময় অনুষ্ঠিত

মৌলভীবাজার সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলা সিমেন্ট ও লৌহজাত ব্যবসায়ী সমিতির সাথে বিভিন্ন উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথে পরিচয় ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন)  সন্ধ্যায় শেরপুরের স্থানীয়একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয় ।

শেরপুরের স্থানীয় ব্যবসায়ী মোঃ মিয়াদন মিয়া(মেসার্স আলী ট্রেডার্স এর সভাপতিত্বে ও  সমিতির সাংগঠনিক সম্পাদক শাকির আহমদ এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান সায়েম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাউসার আহমেদ, স্থানীয় ব্যবসায়ী আজহারুল ইসলাম সাপলু, মোঃ রোজেল আহমদ,  খালেদ আহমদ,  মোঃ ফরিদ মিয়া।

সভায় উপস্থিত সবাই সমিতির কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে, সমিতির যাবতীয় কার্যক্রমের সাথে একাত্বতা প্রকাশ করে পাশে থেকে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হন । স্থানীয় ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102