বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব‍্যবসায়ীর মৃত্যু

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৮ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ইকোনমিক ফিশারিজ এবং দি ইকোনমিক ফার্মেসির স্বত্বাধিকারী সুরজিত দাস ওরফে গোপাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার জেটি রোডে ইকোনমিক ফিশারিজে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইকোনমিক ফিশারিজের ম্যানেজার ধনঞ্জয় রায় জানান, প্রতিদিনের মতো তিনি সকাল সাড়ে ৭টা-৮টার দিকে মাস্টারপাড়া আবাসিক এলাকায় অবস্থিত তার নিজ বাসা থেকে হেঁটে হেঁটে ফিশারিজে আসেন। পরে দুপুরের দিকে অনেক খোঁজাখুজির পর তাকে পুকুর পাড়ে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তখন আমি গিয়ে তাকে ধরা মাত্র আমার হাতেও বিদ্যুতের শক লাগে। এরপর খামারের স্টাফদের নিয়ে দ্রুত উনাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। শরীরের একটি অংশ বিদ্যুতের শকে মারাত্মক জখম অবস্থায় ছিল।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন বলেন, সুরজিত দাসকে মৃত অবস্থাতেই আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল।

উল্লেখ্য, সুরজিত দাস গত কয়েক বছর শ্রীমঙ্গল উপজেলা এবং  মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষীর স্বীকৃতি হিসেবে সম্মাননাপত্র এবং ক্রেস্ট অর্জন করেন। বৈবাহিক জীবনে সুরজিত এক স্ত্রী এবং তিন কন্যা সন্তানের পিতা। ইকোনমিক ফার্মেসির অপর স্বত্বাধিকারীদের মধ্যে রাখাল দাস জমজ ভাই এবং ছোটভাই চম্পক দাস।

তার আকস্মিক মৃত্যুতে শ্রীমঙ্গল ঔষধ ব্যবসায়ী, ফিশারিজ মালিক সমিতি এবং পরিচিতি স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তার শেষকৃত্য অনুষ্ঠান মঙ্গলবার রাত পৌনে ১২ টায় শ্রীমঙ্গল পৌর শ্মশানে অনুষ্ঠিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102